সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৩৬Riya Patra
রিয়া পাত্র
পরপর তিনটি ঘটনার কথা বলা যাক। বছর ৬০-এর পলাশ ঘোষ। শীতের দুপুরে দোতলার বারান্দায় বসে। সামনে খবরের কাগজ, ফোনে ডিজিটাল মিডিয়া। তাতে খোলা যুদ্ধের খবর। মিঠে রোদে দীর্ঘশ্বাস ফেলে তিনি গুনগুন করে গাইছেন , "তোরা যুদ্ধ করে করবি কী তা বল।" দ্বিতীয় ঘটনা তার কিছুক্ষণ পরেই ঘটেছে শহরে। সঙ্গীত জগতের নক্ষত্রপতনের খবর ছড়িয়ে পড়ল, রোগভোগের পর প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার অনুপ ঘোষাল। চতুর্দিকে শোকের আবহ। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। অতর্কিতে পরপর এই দুই ঘটনা জুড়ে গেল। যে গান গাইছেন ওই বৃদ্ধ, ১৯৬৯ সালে প্রকাশ পাওয়া সেই গান যে বর্তমান সময়েও প্রচন্ড প্রাসঙ্গিক সে কথা বলার প্রয়োজন রাখে না। আর যিনি গেয়েছেন, তিনি অনুপ ঘোষাল। যিনি প্রয়াত হয়েছেন শুক্রবারেই। পরপর দুই ঘটনায় এক ঝটকায় মনে এল তৃতীয় ঘটনা। সাল ১৯৬৯। সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেল গুপি গাইন বাঘা বাইন। সেই সিনেমা, সমাজে তার ছাপ, মানুষের উন্মাদনার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। "ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর ", " দেখো রে নয়ন মেলে", "ও মন্ত্রী মশায় " গানগুলি লিখেছিলেন এবং সুর দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ। আর গেয়েছিলেন অনুপ ঘোষাল। সেই সময়ে এইচ এম ভি প্রকাশিত এই ছবির গানের রেকর্ড যে হারে বিক্রি হয়েছিল, ভেঙে দিয়েছিল সমসাময়িক সমস্ত রেকর্ড। পরে ক্যাসেট, সিডির যুগেও একেবারে প্রথম সারিতে। অনুপ প্রয়াণে অনেকের স্মৃতিতে ঘুরে ফিরে আসছে সেই সময়ের কথা। তাঁদের একজন ধর্মতলার সিম্ফনি-র প্রেম কুমার গুপ্তা। ১৯৬৪ থেকে সিম্ফনির সঙ্গে যুক্ত। নজরুলগীতির ঘরানায় জনপ্রিয় এক যুবক এক ঝটকায় নিজের তথাকথিত কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাঙালির সামনে যে একেবারে নতুন আঙ্গিকে একগুচ্ছ গান নিয়ে এসেছেন, তাঁকে শুরুর দিনেই চিনেছিলেন প্রেম কুমার। শুক্রবার বিকেলে কথা বলতে গিয়ে ভারাক্রান্ত তাঁর গলা। অনুপ ঘোষালের সঙ্গে ব্যক্তিগত পরিচয়, পুরনো দিনের কথা ভাসছে মনে।শোনালেন সেই সময়ের কথা। বললেন, "একেবারে নতুন রকমের গান এল বাজারে। তাও সত্যজিৎ রায়ের হাত ধরে। সামনে এল অনুপের পরিচয়। বাঙালি তখন এই গানের নেশায় মেতেছিল। আমরা গুপি গাইন-এর রেকর্ড-এর সিলভার ডিস্ক বানিয়েছিলাম। তখন রেকর্ড ২৫ হাজারের বেশি বিকোলে এটা করা হত। পরে এল ক্যাসেট, সিডি। তখনও একইভাবে বিক্রিতে একেবারে প্রথম সারিতে। কী জনপ্রিয়তা সে ভোলার নয়।" এখন আর কোম্পানি সিডি, ক্যাসেট বানায় না গুপি গাইনের। সম্বলে শুধু ডিভিডি রয়েছে। সেই আক্ষেপের কথাও শোনালেন। স্মৃতি থেকে পুরনো দিনের কথা তুলে আনলেন রাসবিহারী অ্যাভিনিউর বহু পুরনো দোকান "দা মেলোডি"র সঙ্ঘমিত্রা চক্রবর্তী। ১৯৭১ সালে বিয়ের পর থেকেই মেলোডির সঙ্গে যুক্ত তিনি। জানালেন ১৯৬৯ এবং তার পরবর্তী সময়ে গুপি গাইন থেকে হীরক রাজার দেশে, সত্যজিৎ- অনুপ যুগলবন্দী, পরপর ছবি, গানের তুমুল জনপ্রিয়তার কথা। অনুপ ঘোষালকে বহুবছর ধরে কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর কাছে শুনেছেন গানের কথা, সত্যজিতের কথা। অনুপ প্রয়াণে শোককাতর তিনিও। গুপি গাইনের রেকর্ড নেই আর নতুন, সিডি , ক্যাসেটও বানাচ্ছে না কোম্পানি। বর্তমান প্রজন্ম ইউটিউবে গান শোনে। তারাও জানুক, এক সময়ে রেকর্ড ভেঙেছিল অনুপের গলার গুপি বাঘার গান। আজও যার জনপ্রিয়তা তুঙ্গে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা